কি হবে কবিতা লিখে?
প্রতিদিন ভাবি বসে একান্তে
কথা বলি নিজের সাথে, প্রশ্ন করি নিজেকে
কি হবে আর কবিতা লিখে?
অনাহারীর বুক ফাটা কান্নার প্রতিচ্ছবি এঁকেছিলাম কবিতায়
প্রশমিত হলো না ওদের হৃদয়ভেদী হাহাকার!
সম্ভ্রম হারানো কিশোরীর আর্তনাদের করুন সুর তুলেছিলাম,
এখনো দেখি জরি, রিমি আর নীপামনিরা হয় লাঞ্চিত!
অপমানের ঋণ শুধে বিষের পেয়ালা অথবা রশিতে।
বিদ্রোহের দাবানল জ্বেলেছিলাম কবিতার ছত্রে ছত্রে
কেউ শুনেনি, একবার পড়েও দেখেনি!
সবাই নির্বিকার যেন দিবাঘুমে মগ্ন।
তাহলে কি হবে আর কবিতা লিখে?
ভাবছি এবার হাতে তুলে নেব অস্ত্র
আর নয় অত্যাচার-অবিচারের নোংড়া খেলা।
ঘুরে দাড়াও আধমরা সব, বাজাও রণ ডংকা
ছিনিয়ে আনো হারানো অধিকার
এইতো সময় যুদ্ধে যাওয়ার।
আলোর মিছিলে পিছিয়ে থেকোনা
শক্ত হাতে ঝলসে উঠুক হাতিয়ার,
বিরান ভুমিতে ফিরে আসুক প্রশান্তি
উদ্ভাসিত হাসিতে উজ্জল হোক কিশোরী মায়ের মুখ
আঘাতের প্রতিদান আঘাতেই সমাপ্তি হোক।
----------------------------------------------
বিঃ দ্রঃ কবি জে আর এ্যাগ্নেস এর “কবে আমি কবি হব?” কবিতায় মন্তব্য করতে গিয়ে  সৃষ্টি, তাই এই কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।
২৯শে এপ্রিল, ২০১৮খ্রিঃ
দাওরাই।