কবিদের মন, অবাদ বিচরন-----------
হাজারো ঘাঠে ফেলিয়া নোঙ্গর নিজেরে হারায়ে খোঁজে
ক্লান্তি বিহীন শান্ত আবেশে সমাজের ছবি আঁকে।
কবির পৃথিবী উন্মুক্ত সদা-----
নেই কোন প্রাচীরের সীমানা আঁকা তায়
শান্তির বাণী ফেরি করে ফিরে, মানবের তরে বাঁচিতে চায়।
কবির ভাবনায় সীমাহীন কল্পনা-------
বিনিদ্র রজনী কেবলই ভাবে, কবিতার ভারে মুক্তি নাই।
তাইতো কবি ভাবে নিরবধি, পরাবে সবিতার অলঙ্কার
কোথায় স্বপ্ন কবিতার ভাষা, গর্জে উঠে মানবের অধিকার।