সুখ-দুঃখের বেসাতি
মনের পোষা পাখি, নিত্য আসর পাতি,
চাইনাতো কিছুই আর
কবিতার সমাহার, সেই মোর সাথী।


রাজার রাজা কবি
আঁকে জীবন ছবি, হৃদয় ভরা হবি,
স্বপনে ভাসে তরী,
অথৈ জলের নদী, ঝলসে উঠে রবি।


ভাবুক কবির ভাবনা
পরকে জানে আপনা, আলিঙ্গনে বাঁধে,
উৎফুল্ল দেহমন
কলম কথা বলে, মানুষের তরে কাঁদে।


কবিদের মন-মনন
চলে অবাধ বিচরণ, হাজার ঘাটে রয়,
বিশ্বের শান্তি মাগে
বিলিয়ে আপনাকে, প্রগতির কথা কয়।