কথা ছিল দেখা হবে!
অপেক্ষাতে যায় সময়,
কালের স্রোতে বইছে নদী
নিরবধি বয় হৃদয়।


কথা ছিল বলবে কিছু!
যাচ্ছে কত দিন প্রহর,
আশা নদীর জীর্ণ ঘাটে
উপছে পড়ে অশ্রু নহর।


কথা ছিল আসবে আবার!
মলিন মুখে হাসির জোয়ার,
বাক হারানো তপ্ত বিকাল
ঝলমলিয়ে উঠবে আবার।


কথা ছিল সাথে নিবে
পরিযায়ী মন রাঙ্গিয়ে,
প্রতিশ্রুতি হাতছানি দেয়
ফিরে আসার পথ মাড়িয়ে।