যত মানুষ দেখি ভূয়ে, যতই পাই সান্ত্বনা
পাইনা খুঁজে তব মমতা, ওগো স্নেহময়ী মা।


মাগো তোমার আঁচল তলের সুখের মায়াবন
সুখে-দুঃখে তোমার কোলের পরশ খুঁজে মন।


আমায় ফেলে গিয়েছ মাগো না ফেরার দেশে
তোমার শূন্যতা হবে না পূরণ কোন পরিবেশে।


দিবা-নিশি মনের ঘরে তোমার বিচরণ
দুঃসময়ে তোমার ছায়া দেখি প্রতিক্ষণ।


পিতা-মাতা মর্ম কথা হয়নি আজো নিলাম
অবশেষে বুঝলো এ মন যেদিন পিতা হলাম।


১৪-০৫-২০১৮