সেবার  তরে  ব্যপ্ত  জীবন,     যারা করেছে রপ্ত,
পেয়েছে  তাঁরা  অমূল্য  ধন, সাগর সেচে মুক্তো।


মানব  জনম  ক্ষণস্থায়ী,     বিজলী   বাতি   সম,
রইবে  পড়ে  অর্থ  সম্পদ,       প্রাণের  প্রিয়তম।


নিজেকে  নিয়ে  বিভোর  হলে,  বৃথা মানব জন্ম,
সকলে  মিলে আমুদে থাকা,  হোক  প্রকৃত  ধর্ম।


কর্মের  মাঝে  আসল  শান্তি,  অলস  পরিতাজ্য,
কষ্ট  ব্যতিত  সুখের  আশা,  বিফল গোটা রাজ্য।


ঘুমের  ঘোরে  কাটিয়ে দিবা,  ব্যস্ত বিকাল বেলা,
সময়  গেলে  আর  আসে না,  সাঙ্গ সকল খেলা।