শুনো হে মানুষ ভাই
তোমার চাইতে অতিশয় সুন্দর
পৃথিবীতে কেউ নাই।
নগ্নতা ছাড়িয়া ধরিলে পোশাকি বেশ
পোষ মানালে বনের পশু
গড়লে সোনার দেশ।
সব ছাড়িলে অসুচী যত ভাঙ্গিয়া সীমানা
আঁধার ভেদি জ্বালালে আলো
কিন্তু সভ্য হইলে না!
চল্লিশ লক্ষে লড়িয়া রণ যখন
লভিলে অধিকার,
অন্যায় অবিচার দেখিলে তোমার
কেন কাঁপে বুক বার বার?
আকাশ-পাতাল সমীর সলিলে
সকলই করতলে,
মানুষ হইয়া মানুষের বিভাজন
কোন অধিকার বলে?
এক বিধাতা এক ধরাতল
একই পথের যাত্রী,
মিছে কেন বাহানা বর্ণ বৈষম্য
মননে তিমির রাত্রি।


__________® আবু কওছর