হাল সমাজে দেখি না আজ
নীতির কদর মোটে,
সুশীল ভালে সেকেলে তকমা
সুকৌশলে জোটে।


অনিয়ম আজ নিয়ম হলো
অত্যাচারীর দিন ভারী,
সত্য বলা মুখ বরাবর
কুলুপ আঁটা আইন জারি।


যারাই খুঁজে পথের দিশা
তাদের পথে কাঁটার স্তুপ,
ছিদ্রান্বেষী আধার রাতে
মেলে ধরে আসল রূপ।


মূল্যহীনে পায় মান-মর্যাদা
আসল মানুষ নিরুত্তাপ,
মেকির পিছে সবাই ঘুরে
হেসে খেলে গুরু পাপ।