আকাশের আজ মন ভালো নেই
রাত্রির শেষ হাসির ফাঁক গলে বেরিয়ে আসছে অজানা শংকা,
উদাস নয়নে আকাশ পানে তাকিয়ে কৃষান-কৃষানী
এই বুঝি আকাশ ভেঙ্গে উপছে পড়বে সর্বনাশী বৃষ্টি!
বানের জলে তলিয়ে যাবে আগামীর সাজানো স্বপ্ন।
মাঠ জুড়ে প্রসব বেদনায় কাতর সবুজ শ্যামল ধান গাছের সারি,
গেল দুই বছর বানের জলে এক নিমিশেই তলিয়ে গেল মাঠ ভরা স্বপ্ন  
কি ভয়ংকর সেই দৃশ্য! উফ্!
মনে হলে আজও গায়ে লাগে শিহরণ!
চোখের সামনে প্রকৃতির এই নির্মম খেলায় নির্বাক কৃষক
তাকিয়ে দেখা ছাড়া কোন পথ খোলা ছিল না।
এবারো কি ঘটবে তার পুনরাবৃত্তি ?
খোদার কাছে প্রার্থনা ছাড়া আর কোন উপায় নাই।
রক্ষা করো প্রভু ; রক্ষা করো;
সাজানো স্বপ্নকে তুমি ভেঙ্গে দিও না খোদা
তোমার দরবারে আজ মোদের এই মিনতি।