কোথায় আবাস? পাই না আভাস
স্বাপদে খুঁজিয়া হেরিনু ভঙ্গুর পথ,
আঁধার পলকে, নিশি দিবালোকে
লভিতে যাতনা, সমীর চালিত রথ।


পথের দিশা, কেবলই অমানিশা
শানবাঁধা তমসুক কালিমা চিত্ত,
উজান-ভাটি,  বৈকল্পিক পরিপাটি
তৃষ্ণাতুর কামনা শূন্য ইতিবৃত্ত।


আশার আলোকে, ম্যারাথন ভূ লোকে
খেলিছে নিত্য নিতুই খেলা,
প্রাপ্তি আশায়, অধুনা প্রযুক্তি ভাসায়
সারল্য বাহানা সারাবেলা।


স্বপ্ন বিলাসী মন, উড়ে চলে সারাক্ষণ
অক্লান্ত বেলাভূমে ফানুস মেলে,
খুঁজে মরে অকারণ, বাহুল্য অনুরণ
রাগে অনুরাগে সাপ লুডু খেলে।


কোথায় ঠিকানা? সকলই অজানা
আপনা ঢাকিয়া বৃথা আয়োজন,
হাসায় কাঁদায়, কুলে-অকুলে ভাসায়
অতি নিকট অনুভবে সেই মহাজন।