মাঝে মাঝে ইচ্ছা হয়---
সুনীল আকাশে সাদা মেঘের সাথে ভেসে বেড়াই
বর্ণিল প্রজাপতির ডানায় ভর করে উড়ে যাই দিকবিদিক।
স্বপ্নেরা ডানা মেলে প্রতিনিয়ত---
ডেকে যায় বেলা অবেলায়
কল্পিত মোহমায়া ঘিরে রাখে চার পাশ,
হৃদয়ে জাগে প্রচন্ড দোলা, যেন
উত্তাল সমুদ্রের কুলে আছড়ে পড়া ঢেউ।
অতঃপর অবচেতন মনের
মিশ্র প্রতিক্রিয়ার কাছে হেরে যাই প্রতিনিয়ত,
বাতাসে ছড়ানো লক্ষ-কোটি ধুলিকনার ভীড়ে
হারিয়ে যায় হৃদয়ে সাজানো স্বপ্ন সোপান।
প্রবোধ খুঁজে মন---
নাইবা হলাম স্বপ্নের আকাশের স্বনির্ভর বাসিন্দা
সুখে-দুঃখে মাটির পৃথিবীর বুকে আছি, এইতো ভালো।