মানুষের মন এক আজব বস্তু যেন!
যুগ যুগ ধরে মনোবিদ প্রচেষ্টা অর্থহীন পোষ্টমর্টেম,
মনের আবাস অলিন্দ-নিলয়ে ব্যর্থ ব্যবচ্ছেদ।
মনের আকাশ -----
কখনো বর্ষা, কখনো ধূ ধূ বালুচর
ঝলমলে আকাশ রবির কিরণ বেলা-অবেলার মনন্তর,
এরই মাঝে চলছে সময় জীবন নিরন্তর।
মনের চলন নিরবধি ------
দেশ-দেশান্তর, আকাশ-পাতাল ভেদি অক্লান্ত,
ভীষণ ক্ষিপ্রতায় বাঁধাহীন যাত্রা অচেনা নাহি ভ্রান্ত।
আলো-আঁধারে নিমেশে মিলায় উল্কা পথের আগে,
সাগর সলিলে নীলাভ আভায় রামধনু রং জাগে।


-------------