বেনামি সময়ের এক চিলতে হাসিতে
টগবগে ফোটানো নীলাভ মোহনার ইশারা,
ইদানীং অকারণে চলতি পথে
ঝলকে ঝলকে ছিটকে পড়ে তপ্ত ফোয়ারা।


হাজারো অজুহাত তুলে সন্তর্পণে
কালবৈশাখী জাপটে ধরে ছলেবলে অনুনয়,
পথের শেষ হয় না বুঝি কখনো
সৌখিন সময়ের প্রতীক্ষিত ইশারা বিনিময়।


বিগত ঝড়ে উড়িয়ে নেয়া স্বপ্ন সারথি
সাত সাগর তের নদীর অপারে হারানো কল্পনা,
জাগতিক মোহে নয়, ভালবাসার দাবী
ফিরে এসো বরুন! শান্ত করে দাও উত্তাল মোহনা।


যশ, কাম রিপুর তাড়না চলে সমান্তরাল  
স্বেচ্ছা নির্বাসিত পয়মন্ত আগন্তুক দণ্ডায়মান,
ইস্পাত কঠিন নড়বড়ে পিছু সংকল্প
যুদ্ধ পরাজিত সৈন্যের অনুযোগ বেমানান।


পাথর খুঁড়ে বৃথা সন্ধান প্রাণের
কলি-অধুনা মুখোমুখি সংগ্রাম জাগ্রত চিত্ত দেখা!
কালের সমাধি পাশে প্রগতির হাসি
দিকভ্রান্ত পথিকের চোখে নিরাশার বলিরেখা,