নিশাচর মনের মরচে পড়া দেয়ালে
একান্ত নীরবে উপবিষ্ট রাতজাগা পাখিটা;
অপলক চেয়ে থাকে সুদূর অসীমে
যেন যুগ যুগ ধরে বসে আছে কারো অপেক্ষায়,
মাঝে-মধ্যে কথা বলে আনমনে
সেওলাজমা জীর্ণ অলিন্দ-নিলয়ের সাথে;
লোহিত কণিকার দিকভ্রান্ত সঞ্চালনে তার
তীর্যক দৃষ্টি ছিল একদা নিয়মিত রুটিন।
এখন আর তরুণাস্থির শরীরে উপছে পড়ে না
যৌবনের সেই আবেগীয় জামাই আদর।


আজ পাখিটা অজানা কারণে সরব
পলকহীন ডানা জাপটানো জানান দেয়
ছুটে আসছে দ্রুত গতির এক বালি হাঁস,
পৃথিবীতে কেবল ইতর প্রাণিরাই
আগাম জানতে পারে সমুহ বিপদের পূর্বাভাস।