সেদিন রাতে মিলেনিয়ামের উন্মাদনায়
এক ঝাক বখাটে কিশোর কিশোরীর লাগামহীন পালের সাথে
যদি আমিও থাকতাম আদিম খেলায় মত্ত
তবে তুমিও হয়তো...........।
তুমিতো রাত জাগতে পারনা কখনো
আমি জেগে থাকি গ্রহ নক্ষত্র আর তারাদের সাথে
অসম্ভব কষ্টের মাঝেও রাতের প্রতিটি প্রহর কাটাই
এছাড়া ইদানিং আমার যে আর কোন কাজ নেই।
মনে পড়ে কোন একদিন আমাকে বলেছিলে
তুমিতো নষ্ট হয়ে গেছ!
বলতে চেয়েছিলাম আমার নষ্ট জীবনের ইতিবৃত্ত
কিন্তু আজো বলা হয়নি তা !
বখে যাওয়া নষ্ট মানুষকে সবাই আড় চোখে দেখে
ঘৃনাভরে মুখ ফিরিয়ে নেয়,
কিন্তু কেউ জানে না তার প্রানের আকুতি
জানতেও চায়না বখে যাওয়ার সেই নষ্ট ইতিহাস।