কখনো এ মন যদি স্মৃতি যায় ভুলে
রেখোনা আড়ালে কভু বিরহের ছলে।
কখনো হাসায় যদি  একান্ত গরিমা
ঝরা ফুলে খুঁজে নিও আমার মহিমা।
স্মৃতি গুলি জমা রেখো হৃদয়ে গোপনে
সব আলো মূল্যহীন আঁধার না এলে।
হাসিয়া খেলিয়া যেও সব শোক ভুলে
পরপারে দেখা হলে কোলে নিয়ো তোলে।


দেখা যদি হয় কভু সাগর সলিলে
বকুলের মালা দিয়ো তরঙ্গে ছিটিয়ে।
কথা যদি নাহি বলো একান্ত গোপনে
হাসি মুখে চোখে চোখ রাখিও নিরলে।
আকাশের নীল তারা ভরা জোছনায়
আমাকেই ভেবে নিয়ো দূর নীলিমায়।