কোন এক পূর্ণিমার চাঁদ কে বলেছিলাম
জোছনা বনের আলো-ছায়া দেখবো,
আরো একটা রাত তুমি থেকো।
যাপিত ভুলে চেতনার মুলে জমে থাকা এক বুক তৃঞ্চা,
পরিশুদ্ধ হবো তোমার নির্জলা শান্ত আলোর ঝলকে।
তুমি চলে এসো সন্তর্পণে আমার আঙিনায়
কাউকে কিছু না বলে আমিও আসবো চুপিসারে,
একান্ত নীরবে দাঁড়িয়ে থাকব নিস্তব্ধ বনবিথী ছায়ে।


কথা রাখেনি চাঁদ,
উন্মাদ সময় স্রোতে চঞ্চল নিকস তমসা
হেরে যায়।নীড় হারা দিকভ্রান্ত পাখির অতলান্ত ভরশা,
মাতাল সমীরে ভেসে আসছে ইতারের মৃদু কম্পন
জানিয়ে দেয় এ বেলা আর আসবে না চাঁদ
কেননা আজ ঘোর অমাবস্যা!!