মিথ্যা বলা মহা পাপ,
সকল লোকে জানে,
                  জেনে বুঝে গুরু কাজ
                  কোন বিবেক মানে?


মিথ্যাবাদী মহা পাপী
দো জাহানের তরে,
                  শান্তি নাশী হীন মানব
                  এদের থাকো দূরে।


সত্য হলো এমন আলো
পথের দিশা দেয়,
                  মিথ্যা ঘেরা মানব জীবন,
                  শান্তি কেড়ে নেয়।


সত্যের উপর মিথ্যা প্রলেপ
না বুঝে তার মর্ম,
                   জেনে-বুঝে সত্য গোপন
                   মহা গর্হিত কর্ম।