কেউ নয় অতি বড়
ছোট নহে অতি,
কেউ কারো সম নহে
কিংবা সম গতি।


আমি আছি আমার মতো
তুমি তোমার মতো,
মানুষ সবে এই ভবে
সবাই হবো গত।


সাদা-কালো মুর্খ-জ্ঞানী
নিজের হাতে নয়,
সবে মিলে ধরণী সাজে
মহাজনে কয়।