প্রস্তুতির বেশ আগেই চলে আসলো শীত
গেল বছরের হাড়কাঁপা ভয়ে নড়ছে ভিত।


পথের ধারের সরু আলে ছোট্ট মোদের ঘর
পলিথিন বেষ্টনীতে মৃদু বাতাসে করে নড়বড়।


ছেঁড়া কাগজ ফেলনা কুড়াই জুটে যাহা রোজ
কাপড় কেনা সুদূর বিষয় হয় না পুরো ভোজ।


দিন চারেক উপোস আছি গায়ে ভীষণ জ্বর
কেমনে কিনি গরম কাপড় ভাবতে লাগে ডর।


কারো কাছে পথকলি কেউবা  বলে টোকাই
নুন আনতে পানতা শেষ শীত কেমনে ঠেকাই