অনিয়মের প্রাচীর ভেঙ্গে স্বাধীকারের উৎপাদন
নিয়ম মেনে চলন-বলন শান্তনায় ভরে মন।
রুটিন মাফিক যাপিত কাল জীবনে আনে শান্তি সুখ
দ্বন্দ্ব ফ্যাসাদ অস্থিরতা পায় না কভু আলোর মুখ।
বুদ্ধির জোরেও চলে না জীবন পেশি সেথায় আগ্রাসী
ললাটের লিখা কর্মে লিখে বৃথা চেষ্টা পাগলামী।
বুঝার ক্ষেত্র প্রসার করে জ্ঞানের সাগর পাড়ি দাও
লক্ষ্য বিন্দু সঠিক রেখে জয়ের স্বাদ বুঝে নাও।


==========================


      ♦কবিতাটি আসর বরেণ্য প্রিয় কবি
অনিরুদ্ধ বুলবুল মহাশয়কে উৎসর্গ করলাম।