=======================


রাতের আবার অন্ধকারে ভয় কি!
আপন মনে চলছে নদী,  পিছন কভু  বয়কি?
ওঁচলার স্তুপে যতই ফেল ময়লা,
ওঁচাই রবে হাজার ঘষো, রাত্রি শেষে  কয়লা।


জ্বালিয়ে দাও জ্ঞান-প্রদীপের আলো
ওড়ম্বাও সেই আলোতে ঘুছবে সকল কালো।


=======================