অল্প জলে খোরশোলাদের উদ্দেশ্যহীন বিচরণ
আভাস মেলে অনাগত কোন আপদ কাল,
ঝড়ে বিধ্বস্ত নয়ন তারার হেলানো সরু শাখার
পল্লব ছুঁয়ে নিংড়ে পড়েছে একদা ক্লান্ত জলকণা
বারিধারায় স্নাত পবিত্র জলাধার এখন জঞ্জাল।


ইচ্ছা রবী'র শাড়ীর আচল ভরা ঘোলা জল
ঝরে পড়ে অবেলায় ধুলো মাখা মেঠো পথে,
বাঁশিহারা রাখালের উদ্ভ্রান্ত পথ চলার নিশানা
সামনে ঘোর অন্ধকার রাতের ভয়াবহতা
এগিয়ে আসছে ধীর পায়ে দুখ রথে।


স্বপ্ন কুঠিরের আশা ত্যাগী যাযাবর কুঠিয়াল
মন্থর হাঁটে পিছুটান বিহীন আপন কক্ষ পথে,
হয়তো আবার আসবে ফিরে ক্লান্ত শরীরে
মলিন বসন গায়ে, নয়তো ঘুমন্ত সফেদ খাটে
জাগতিক বিলাস বাসনার ঊর্ধ্বে কোন মতে।