জীবনে অনেক কিছুই
কাকতালীয় ভাবে না চাইতেই ধরা দেয়;
আবার, জনম জনম সাধনা করেও
অনেক কিছু অধরা থেকে যায়।


যে মানুষ স্বীয় জীবন উৎসর্গ করলো
পরার্থে, পথ দেখালো অজানা পথিকেরে
সেই মানুষটা অনেক সময়
নিজের পথটা খুঁজে পায় না।


এটাই চিরন্তন নিয়ম
প্রদীপের নীচ চিরকাল অন্ধকার থাকে,
সবাইকে আলো বিলাতে গিয়ে
নিজেই পুড়ে পুড়ে হয় বিলিন।।