ফুলের  সৌরভ মাখে সবাই
প্রফুল্ল দেহ-মন,
কেউ ভাবে না  ফুলের  ব্যথা
পরার্থে জীবন।
চাঁদ  সুরুজ  চায়নি  কভু
আলোর  প্রতিদান,
নিতেই জানি আমরা শুধু
না দিয়ে তার মান।
জগত ভরা আছে মানুষ
হরেক রকম ভাই,
সেই তো আসল যাহার কাছে
আপন পর নাই।।
আপন সুখে ভোগ বিলাসে
যে কাটায় সর্বক্ষণ,
ইতর প্রাণির সাথে তাহার
সমান্তরাল জীবন।।