প্রাপ্তি এবং ব্যর্থতা জীবনের অংশ
পরাজয়ে ভেঙ্গে পড়ার নাম জীবন নয়
লড়াই করে বাঁচলে জীবন অর্থবহ হয়।
আহত হয়ে ঝরে পড়া বিকৃত ফলও
আরেকটি গাছ জন্ম দেয়ার ক্ষমতা রাখে।


প্রাপ্তির অহমিকা বোকামীর নামান্তর,
রাত শেষে ঘুম ভাঙ্গলে সকাল
না ভাঙ্গলে পরকাল;
তাহলে কিসের এত অহঙ্কার!


ভাগ্য কারো হাতে লেখা থাকে না
যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে;
মেহনত ছাড়া কখনো সফলতা আসে না।