আলোর কাছে কিছু অন্ধকার ধার চেয়েছিলাম
বোধের অহমিকায় নির্বোধ হেসে উঠলো যেন,
আমাকে আত্মপক্ষ সমর্থনের সূযোগ না দিয়েই
ঈর্ষা জ্বলা  প্রশ্ন, আলোর মিছিলে শূন্যতা কেন?
অতি বিত্তের অভিশাপ থেকে মুক্তি চেয়েছিলাম
প্রতিনিয়ত নির্ঘুম রাতের যন্ত্রনায় ক্ষয়িষ্ণু তনু মন,
চিরস্থায়ী কালির আছড়ে বিত্ত-বৈ ভবের ইতিবৃত্ত
মনের আরশিতে বিশ্রী উপস্থিতির পীড়া ভীষণ
অতি বাড়ন্ত বৃক্ষের কাছে একটু ছায়া চেয়েছিলাম
কেঁপে উঠলো প্রকৃতির আলো-ছায়ার অদৃশ্য ক্ষত
চারদিকে ছড়িয়ে থাকা শেকড়ের নাগপাশ আর
ভীষণ আক্রোশ ঝরা পত্র চাপায় আমি আহত।
-----------------
০৬-০৪-২০১৮খ্রীঃ