প্রেম আছে বলেই পৃথিবীটা এত সুন্দর
মনে জাগে বেঁচে থাকার সাধ ।
অমাবস্যা রাতের  নিকষ কালো অন্ধকারেও চোখে ভাসে আলোক রেখা।
দুঃশ্চিন্তার দুরন্ত আঁকাবাকা স্রোত, সময়ের বিস্তৃত নীলাকাশ
নিমেশেই হয় অদৃশ্য ! কোন এক আন্দঘন উচ্ছাস আর সৌখিন অনুনয়ে।
নদীর নিষ্টুর উন্মাদনায় বাস্তভিটা হয় বিলিন
তবোও নদীর সাথে গড়ে উঠে মানুষের মিতালী
জেগে উঠা চরের বুক ছিড়ে নতুন করে নীড় বাঁধার স্বপ্ন সাজায়।
প্রেম যেন এক দুর্বিসহ-------
জীবন সংগ্রামে পরাজিত  হয়ে ধনুকের মতো বাঁকানো শিরদাঁড়া নিয়েও
মানুষ স্বপ্ন দেখে আগামী দিনের,
ছুটে চলে আলোকিত সূর্য্যরে দিকে অনন্তকাল ধরে।
             -------------------------------------