চোরের মায়ের বড় গলা
দেখি খনার বচনে,
                       পুরান হলেও এই কথাটি
                        আজও সত্য ভুবনে।
অপরাধীর হাসির ঝিলিক
মধুর বচন চরমে,
                        জ্ঞান পাপীর নাই মোটে লাজ
                        সাধু লুকায় মরমে।
মাথায় টুপি হাতে তাশবিহ
ভাব ধরিয়া নামাজে,
                       চোরের জামিন রঘু ডাকাত
                        আজকে দেখি সমাজে।
জাকাত ফিতরা কিংবা মিলাদ
সেলফিতে ফেবু ওয়াল,
                         আধুনিকের এই জামানায়
                         প্রার্থনাও   ডিজিটাল।