কোথায় সত্য? কেবলই কথ্য!
কোথায় বিবেক নির্বাসন?
                মূল্যবোধ আঁধারে লুকায়
                শান্তি সুখের আবাসন!


যন্ত্রের জোরে সাহস বাঁচে
লোক দেখানো প্রহসন,
               কালের পৃষ্টে আহত যারা
               আলোর খুঁজে উচাটন।


চোয়াল শক্তি জোগায় ভক্তি
হাসির আড়াল যন্ত্রণা,
               আপন স্বার্থ বিলায় অর্থ
               ভোগ দখলের মন্ত্রণা।


কোথায় সত্য? কেবলই কথ্য!
কোথায় সাম্য জয়গান?
                জোর ক্ষমতায় নাই সমতা
                অক্ষমতায় কিসের মান!!