চেয়ে চেয়ে শুধু থাকি
আড়চোখে মুখ ঢাকি,
                  মনোব্যথা জমা রেখে
                  বদনে কালিমা মাখি।


বলি বলি করে মুখ
চেঁপে ধরে দুটি ঠোঁট,
                  পাছে কেউ দেখে ফেলে
                  নীরবে সহিনু চোট।


পিছে পিছে ঘুরে কালো
বধিতে জীবন আলো,
                   মিছে আশা ভর করে
                   পথ চলা এই ভালো।


মজে পাপ শত ক্রোশ
পথিকের কিবা দোষ!
                  বার বার পায় সাজা
                  হবে কি আদপে হুঁশ?


                  মনে জমে কর রোষ----!