এ সমাজে নাই আর এখন
নীতির কদর মোটে,
সত্যের গলায় পেশির ফাঁস
ঝুলে পড়া জুটে।।


সুশীলরা আজ নজর বন্দি
রাহুর করাল গ্রাসে,
আইন-কানুন পকেট ভরা
বিবেক মুচকি হাসে।।


উচিত কথা বললে পরে
ঠোঁটি চেপে ধরে,
সবলেরা  পার পেয়ে যায়
ডাহা অন্যায় করে।।


যার আছে আজ লোকবল
বাহু বলও তায়,
কালো টাকায় আঙ্গুল ফোলা
ক্ষমতা দেখায়।।


অন্যায় করে দাপিয়ে বেড়ায়
একটুও নাই লাজ,
মূল্যবোধের অকাল প্রয়ান
চারিদিকে আজ।।


____________® আবু কওছর