রাত জাগা পাখিদের কাছে খুব জানার ছিলো
প্রতিনিয়ত নির্ঘুম সুখ কেমন হয়?
কার প্রতীক্ষায় বিনিদ্র রজনী হয় পার!
কার মনোরঞ্জনে চঞ্চলা হরিনী পূর্ণিমা রাতে
নেমে আসে ভূঁয়ে ফুটফুটে জোছনার আলো।
আমার জাগরনে ভিন্নতা কেন?
আমার আমিকে হারায়ে খু্ঁজি ভীষন যন্ত্রনায়, যেমন
অক্সিজেনের অভাব হাড়ে মাংশে বুঝে খাবি খাওয়া মাছ।
রাতজাগা নিশাচর চলে অবিরাম মহানন্দে
ইতর প্রাণীর নিষিদ্ধ রঙ্গিন অন্ধকার রাতে,
ওদের সাথে আমিও জেগে থাকি
কেবল নিজেরই প্রয়োজনে।