এইত সময় ক্ষুদ্র প্রহর
স্বপ্নের জাল বুনি
ভাবছি কেবল  মনে প্রানে
সাজবো এবার খুনি।
ইচ্ছে ঘুড়ি নাটাই ছিড়ে
ভাসছে আকাশ পানে
বাইরে আমার সাধুর স্বরূপ
একলা বাউল গানে।
সবার মাঝে বিরাজ করে
আমি কেন অন্য
বশ করো সব কুমন্ত্রনা
তবেই তুমি ধন্য।
বিফল হলে মূল্য ফেরত
কথায় কথায় হাসে
ভাল হয়ে চললেরে ভাই
দেখবে সবাই ভালবাসে।
বাচতে হলে জানতে হবে
সত্য কথা বাপু
তার চাইতেও বড় সত্য
আমার ষড় রিপু।।