শতাব্দীর সকল রেকর্ড পকেটে পুরে
জ্বলছে সভ্যতা তীব্র দাবদাহে
নির্লজ্জ নগরায়ন  প্রতিশ্রুতি ফানুস,
কাঁদে দেশ, কাঁদে বিশ্ব
নীতিকন্ঠে প্রবোধ গুনে আধমরা মানুষ।


বিলুপ্ত হেমিলন, শত স্বপ্নের ফেরিওয়ালা দ্বারে
পানিতে ভাসিয়ে, দাবলনে জ্বালিয়ে
উচ্চ করিয়া শির,
দেখে যাও উন্নত বিশ্বের স্বপ্ন
নিজ গৃহে মুসাফির।


রক্তমাখা কাগজের উল্টো পিঠে
সভ্যতার লাল পেরেক ঠুকে
বাগিয়ে নেয়া স্বাধিকার,
আম জনতা কেবল পুঁথি পাতায় বন্দি
কখনও পায় না অধিকার।


দূর্যোগে হাসে কাপুরুষ দলপতি
সর্ব হারার আর্তনাদ পুঁজি করে
সদা ব্যস্ত লুটতরাজ,
দুপেয়ে কুকুর ভাগাড়ে ডুবায় মুখ
পাক-নাপাকে তার কি আছে লাজ!