একটু খানি সাবধানতা
একটু খানি খেয়ালে,
বাঁচে জীবন কভিড গুলো
হুমড়ি খাবে দেয়ালে।


হাঁচি, কাশি, সর্দি-জ্বর
যেও না কভু ধারে,
দূরে থাকো মুখটি ঢাকো
হাত ধোও বারে বারে।


একে অন্যে মেলামেশা
ধারে ধারে ঘেসা,
অজানাতে আসতে পারে
জীবন অমানিশা।


বাঁচতে হলে হও সবাই
আরো সচেতন,
বাঁচবে তুমি সমাজ রাষ্ট্র
আপন স্বজন।