আকাশ ছুঁয়ে হাঁটছে যারা নিম্নমুখি হয় না চোখ
মাটির সাথে সখ্য যাদের তারই মাঝে সকল সুখ।
অহমিকায় ব্যপ্ত জীবন প্রাপ্তি নেশায় ব্যস্ত বোধ
কালের ধারায় স্নাত হবে সুপ্ত মনের প্রতিশোধ।


মুখচ্ছবি আড়াল করে তপ্ত মনের ঝড় বাদল
শোক বসন্তে স্তব্ধ নীরদ বিরান মাঠের এক আচল।
ফসলী ভূমির চাপা কান্না আউলা সমীর কম্পমান
যন্ত্রদানব আজ ক্লান্ত শরীর  ঊষর ভূমে ম্রিয়মান।


আশার বাণী থমকে দাঁড়া আসছে উড়ে আলোরথ
গুমড়ে কাঁদে অষ্টাদশী হাওয়ায় ওড়ে নাকের নথ।
জীবন খেলায় হার মানা হার খুলছে যারা অলংকার
আঁধার রাতে নাভীর নীচে পুরুষ নামের অধিকার।


আগল ভেঙ্গে আসছে বাণী নতুন দিনের আহ্বান
থমকে আছে আলোক জ্যোতি সাঙ্গ হলো নতুন গান।
স্বপ্ন ভাঙ্গে শিল পাথরে সবুজ শ্যামল ঐ প্রান্তরে
তীরের কাছেই ডুবছে তরী শান্ত জলের নোঙ্গরে।