সেকাল-
মা খালাদের মুখে ছিল ঘুমপাড়ানি গান
কুল কালেমা দুরুদ শরীফ দয়াল নবীর শান।
চাঁদ মামার রাঙ্গা আলো ঝরতো দেয়ালে
টিয়ে ভায়া টিপ দিয়ে যা খোকার কপালে।


একাল-
ঘুম নাই খোকা-খুকি, খাওয়া-দাওয়া মানা
মোবাইল ফোনে কার্টুন ছাড়া কান্না থামে না।
চোখে দেখে সর্ষে ফুল তবু গেম ছাড়ে না
পড়ালেখা বাজলো বারো এ কোন জামানা!