অবশেষে ফিরে আসতেই হলো !
থাকনা পড়ে অনুযোগের নষ্টালজিয়া ঘিরে,
দেয়াল টপকে বিরহ-পাথর আসুক না হয় ফিরে।


সংযম নয় কেবল বৈকল্যের ধারক!
পিপাসিত চিত্তের আঁধারে লুকায় অন্তর অমলিন,
দিবা সনে আনন্দ হিল্লোল উপছে পড়ে মনের গোঁজামিল।


ভরা যৌবনা নদীর যাত্রা সাগর অবধি!
দীর্ঘ পথ চলার ক্লান্তি আর সীমাহীন ঔদ্ধত্য সমর্পন,
বুকের ভিতর জমানো সমস্থ অহংকার সাকুল্য বিসর্জন।


শেকড়ের ঠান যুগের ব্যবধানেও অটল
পানি চক্রের মতো ঘুরে ফিরে আসবেই অহর্নিশ,
জন্ম ঋণের আকর্ষণে জাগ্রত বিবেক স্ব-মহিমায় কুর্নিশ।