অজু করে নামাজ পড়ি
করিয়া মোনাজাত
ওহে প্রভু দয়ার সাগর
দাও সবে নাজাত।



আযান হলো মসজিদে চলো
সাড়া দাও সবার আগে,
দয়াল প্রভুর মহান বাণী
বড়ই মধুর লাগে।



ইতর প্রাণি বুঝবে কিসে
মহান প্রভুর শান,
মানুষ তুমি সৃষ্টির সেরা
আল্লাহ তালার দান।



ঈদের দিনে চারিদিকে
এলো খুশির বাণ,
নতুন জামা গায়ে দিয়ে
খোকা খুকির গান।



উপকার করো মুক্ত মনে
উদার রাখিয়া চিত্ত,
মানুষের সেবা শান্তি সুধা
ধরায় অমূল্য বিত্ত।



উষার আলো লাগলো চোখে
খোকা খুকির গায়ে,
সকাল হলো পাখির ডাকে
হাঁটছে মৃদু পায়ে।



ঋণ করা ভাল নয়
সবাই তাহা জানে,
তবু সবে ঋণ করে
বিপদ ডেকে আনে।



একলা চলার নীতি ছাড়িয়া
মিলেমিশে থাকো,
সবাই মিলে জয় পরাজয়
মনে শান্তি রাখো।



পাক কোরআন ঐশী বাণী
জীবনে জ্বালায় আলো,
সত্য সুন্দর পথের দিশা
দূর করে সব কালো।



ওয়াদা করে রক্ষা করা
সৎ লোকের কাজ,
সঠিক পথে শান্তি সুধা
পায় না কোন লাজ।



ঔষধি গাছ লাগাও বেশি
পতিত জমি যত,
অসুখ হলে লাগবে কাজে
সুস্থ সবল তত।
_________________চলবে