বলছি এক শব্দ চাষীর গল্প!
আপন মনে খুঁড়েই যাচ্ছে পাথুরে মাটি
মরুর বুকে বাইছে লাঙ্গল আপন মনে নিরবধি,
সোনার ফসল ভরছে গোলা
ধন্যি ধন্যি তাঁর অবদান উপছে পড়ে এই আসরে
কাব্য মেলার উতরোল মুখর প্রেরণাদায়ী কাব্য নদী।


বইছে নদী নিজের মতো
উজান থেকে ভাটির টানে অবিরত
জলধারায় উষর স্নাত দুকূল বেয়ে ছড়িয়ে পড়ে,
ঐন্দ্রজালিক মোহমায়ায়
আবেশ মাখা স্বপ্ন দেখায় কাব্য লেখার
সুদূর পথে যাচ্ছে নদী প্রেম পরশে উঠছে নড়ে।


==========================
কবিতার আসর বরেণ্য কবি শ্রদ্ধেয় আগুন নদী মহাশয়ের একটি কাব্যে মন্তব্য করতে গিয়ে সৃষ্টি, তাই এই কাব্যটি তাঁকেই উৎসর্গ করলাম।
==========================