বাঁচতে হলে জানতে হবে
মোটেও নয় ফেলনা,
সচেতনতায় বাঁচবে জাতি
এই কথাটি ভুল না।
যত্রতত্র ময়লার পাহাড়
ভাগাড়ে কেউ চায় না,
জ্ঞানীর কথা কয়লা ধুলে
ময়লা কভু যায় না।


বাড়ছে গরম পুড়ছে বিশ্ব
মানব জাতি বিপদে,
তবুও সবাই পরম সুখে
কাটছে বৃক্ষ আমোদে।
আপন সুখে ভাসলে তরী
এই সুখ তো নয় রে মন,
সবার আগে দেশটি বড়
হও না এবার সচেতন।