সন্দেহ একটি রোগ
যবে ঘটে দাম্পত্য জীবনে অনুপ্রবেশ
লোহায় মরিচা ধরার মতো কুরে কুরে
জীবনকে বিষিয়ে তোলে করে নিঃশেষ।
পারস্পরিক বুঝাপড়ার বিচ্ছুতি ঘটলেই
সম্পর্ক কখনো থাকেনা আন্তরিক।
অলিখিত চুক্তি সীমার বাহিরেও থাকে জীবনের
গুরুত্বপূ্র্ণ কালজয়ী কিছু অধ্যায়,
অব্যক্ত শান্তির বাণী,
মিষ্টি ভালোবাসাও হয় গরল
সন্দেহের বিষবৃক্ষ জীবনে যখন প্রবল।
সময়ের অত্যাধুনিক সুযোগ সুবিধার কল্যাণ
আজ লুফে নিয়েছ মানব,
হাজার কিলো দূরত্ব বাম হস্থগত
ফলশ্রুতি পেয়েছে সমাজ, সন্দেহের দানব।
সময় এসেছে বিষবৃক্ষ উপড়ে ফেলার
আত্ন গৌরব নিয়ে প্রবাহিত নিঃশ্বাস
সন্দেহ দূর করে একমাত্র পারস্পরিক বিশ্বাস।
_---------্-----------------------
abu3217@yahoo.com
১১-০৪-২০১৮
০১৭১৫০০৩৩৬৪