কাব্য লিখতে চাই
ছন্দ কোথায় পাই,
হেথা হোথা মনে পড়ে
লিখার বেলা নাই।


কবি হতে চাই
ব্যাকরণ জানা নাই,
মন-মননে শূণ্য হাড়ি
বলো কোথায় যাই।


দূর আকাশের তারা
করে কেবল তাড়া,
ছায়াপথের পাহাড় বেয়ে
ছন্দরা দেয় নাড়া।


মেঘ বরফের দেশে
উঠলো কেঁপে হেসে,
রাশি রাশি স্বপ্ন ঝরে
ছন্দ শরীর ঘেসে।


মন পবনের দোলা
হৃদয় কোণে তোলা,
স্বপ্ন প্রাসাদ জমাট হলো
ছন্দ সুরের খেলা।