যেদিন গেলো কালের স্রোতে
হাসি-কান্নায় ভেসে,
আসছে দিনের আশার-আশে
যাচ্ছি কেবল ফেঁসে!


দূর পাথারে সুখের আলয়
ঝাপসা নেত্র হেরি,
হাত বাড়ালে পলকে মিলায়
স্বপ্ন সোনারতরী।


হারানো দিনের সোনালী ক্ষণ
ভাসে মানস পটে,
চোখের তারায় রঙ্গিন ছবি
ছিলো জীবন তটে।


আশার ভেলায় সময় ভাসে
জীবন কর্ম ভারে,
অথই জলে উত্তাল তরঙ্গে
কখন জানি হারে!


পশ্চিম গগনে জীবন রবি
মেঘের আনাগোনা,
নাই দেহবল বাইতে তরী
কে দিবে সান্ত্বনা?