ছোট বলে যাকে তুমি কর অবহেলা
তার জ্ঞানে হতে পারে সমাধান মেলা।
তুচ্ছ বস্তু জমা রাখে আবদ্ধ গোদামে
আপদ কালের বহু কাজের আরামে।
এ ধরণী পাঠশালা বাসিন্দারা মাত্র
পরস্পর শিক্ষাগুরু সবে মোরা ছাত্র।
শিক্ষা লাভে ছোট বড় নাহি ভেদাভেদ
নিষ্টা সাধন ফলেই মিটে মনো খেদ।


দশের সোজা একের বোঝা হেন কাজ
সম্মিলিত পরাজয়ে নাহি কোন লাজ।
সব মোরা সৃষ্টি সেরা আল্লাহর দান
কর্ম যোগের প্রমাণে বাড়ে প্রভু শান।
পর চর্চা শান্তি নাশি বিঘ্ন হর্ষ গান
দিবা রাত্রি বোধ পুড়ে হয় পেরেশান।


==========================
                ১২ই আগষ্ট-২০১৮খ্রিঃ
             abu3217@yahoo.com
            ০০৮৮-০১৭১৫০০৩৩৬৪