নি লাজ সম্পর্কের বনসাই টবে
বন্ধি হতে চাই নি কখনো,
কোন এক দুরন্ত মুক্ত বলাকার
শুভ্র পালকের ভাঁজে হারিয়ে গেছে
সর্ব কালের স্বপ্নিল উচ্ছ্বাস।


এখন আর খুঁজি না কখনো
সুনীল আকাশের বিশালতায় রংধনুর সাত রঙ,
পোড়া ক্ষতে বেজে উঠা বিষের বাঁশি
বেসুরো গানে মাতিয়ে রাখে দিনমান
গলা ফাটা ডাহুক রক্তরাগ।


হারতে হারতে এখন আর
নেই কিছু হারাবার,
প্রবোধিত মনে সুনামীর নেমে যাওয়া তাণ্ডবে
মনভূমে জেগে উঠে আবার
আশা জাগানিয়া স্বপ্নের বালুচর।


নিরস ভালবাসার মেকি আশায়
ভাসতে চাই নি কখনো,
উত্তাল সাগরের সফেদ ফেনায়
ধুয়ে মুছে আবার উঠবে জেগে
প্রত্যাশিত স্বপ্নের সৈকত।