যা ভেবেছ তা নয় আমি
তুচ্ছ মতি পুচ্ছ কালা ডানা বিহীন ছানা,
আমার আমি নয়তো দামি
ভুলা মনে ঘোলা জলে ভাসে কচুরিপানা।


যখন যেমন থাকা তেমন
সাদাকালো ক্ষণিক আলো কান্না লয়ে হাসি,
কালের ভেলা এড়িয়ে চলা
লুকিয়ে ঘৃণা বাজাই বীণা সকল ভালবাসি।


আঁধার ঘরে জ্বালাই আলো
পাঁচের কথা পাই না ব্যথা সত্য সোপান চলা,
সহজ সরল ভালবাসি
সরল রেখা চোখে দেখা সোজা সাপটা বলা।


_____________®আবু কওছর