সুখ তালাশে সবাই পাগল
সুখের বাড়ি কই?
আড়াল থেকে সুখের জবাব
দুখের পাশে রই।


অর্থ সম্পদ সবই পেলাম
অমূল্য সব ধন,
তবু সুখের পরশ পাথর
পেল না এই মন।


সুখের পিছে ছুটছে মানুষ
জীবন বাজি পণ,
দুখের জমি রইলো পতিত
ব্যাকুল অনুরণ।


জনম ভরা কাঁদলে রে মন
সুখ কোথা যে পাই?
দুখের সাগর সাতার বিনা
সুখের খোঁজ নাই।