হাজার কালের শ্রেষ্ঠ বাঙ্গালী
বঙ্গবন্ধু শেখ মুজিব,
বাংলাদেশের     ইতিহাসে
তাঁর ভূমিকা চিরঞ্জীব।


সাতই মার্চের অমর ভাষণ
চেতন আনে বাঙ্গালীর,
মুক্তির আশায় লড়াই চালায়
সর্ব স্তরের বঙ্গ বীর।


কৃষক শ্রমিক মজুর যুবা
দখল করে রণাঙ্গন,
দেশের মায়ায় ঝাপিয়ে পড়ে
মৃত্যু করেন আলিঙ্গন।


হাজার লক্ষ বীর বীরাঙ্গনা
সইলো কত অপমান,
আকাশ বাতাস প্রলয় নাচে
তাদের ত্যাগ দীপ্ত মান।


নয়টি মাসের সমর শেষে
স্বাধীনতা গাইলো গান,
লক্ষ প্রাণের রক্তের ধারায়
লাল সবুজে ঐক্যতান।


স্বাধীন হলো বাংলার মাটি
হায়েনাদের ধরলো ঘুণ,
আঁধার রাতে বুলেট চালায়
বঙ্গপিতাকে করলো খুন।


পশু পাখি বাংলার জমিন
আজও কাঁদে নিরলস
পনের আগস্ট তামাম জাতি
পালন করে শোক দিবস।